এবার ঘরে বসেই নিজেই বিকাশ একাউন্ট খুলেন। আর এজেন্ট এর কাছে যেতে হবে না।

এবার ঘরে বসেই নিজেই বিকাশ একাউন্ট খুলেন। আর এজেন্ট এর কাছে যেতে হবে না।
আশা করি ভালো আছেন।
আমরা সবাই আছকাল মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকি (যেমন ডাচ বাংলা, বিকাশ, নগদ, Sure Cash ইত্যাদি) আর এই সব মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলতে হলে এজেন্ট এর কাছে যেতে হয়। আছকে আমি দেখাবো যে ঘরে বসে নিজেই নিজের বিকাশ একাউন্ট খুলবে কি ভাবে।
তো শুরু করা যাক।
প্রথম এখানে অ্যাপ টা ডাউনলোড করেন।
তার পর অ্যাপ টা ওপেন করেন।
তার পর এখানে ক্লিক করেন।
তার পর এখানে New Account তে ক্লিক করেন।
তার পর যে নাম্বারে একাউন্ট খুলবেন সে নাম্বার টা দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর আপনার নাম্বারে Verification code যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।